ইমতিয়াজ মাহমুদ এর নতুন কবিতা

 সুখদুঃখের কবিতা

তাদের জরাজীর্ণ ঘর। আর ছায়ার কাছেও দেনা‌।

তবু তাদের বাসায় ফেরার পথে ফোঁটে হাসনাহেনা।


তাদের বারান্দাতে পাখি। কিন্তু সব দোকানে বাকি।

তারা দুই/এক বেলা না খেলে তা বিশেষ এমন কী?


তাদের আকাশে নেই মেঘ। তবু‌ ঝড় বৃষ্টি আসে।

তারা দুঃখগুলো উড়িয়ে দিলো হাতপাখার বাতাসে।


তাদের জরাজীর্ণ ঘরে, হঠাৎ ভেঙে পড়লো চাল‌ও।

তখন মাথার উপর চাঁদের আলো—পূর্ণিমা ছড়ালো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন