হাসান রোবায়েতের কবিতা

 


আঠারো সাল

 

ফ্যাসিবাদের দিনরাত্রি

কোমর তোলে সাপ

দিনাজপুরে লেবুর ঘ্রাণে

অংশত সয়লাব

 

দেখার কিছু ছিলই নাতো

গুজব ছিল ঘাঁ

রক্তঘুমে জিভ দেখালো

মুসোলিনির মা—

 

আঠারো কি সাল-ই শুধু

শিমুল ফোটা বন

সারা হাওয়ায় উড়ছে ধু ধু

অজস্র অ্যাপ্রোন

 

যখন আমার

চোখের পাশে

বাড়ছে ক্ষত

ফুল তখনো

ফুটছে মাদারচোদের মতো—

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন