কালীপ্রসন্ন ঘোষ এর কবিতা



 পারিব না

পারিব না এ কথাটি বলিও না আর  

 কেন পারিবে না তাহা ভাব এক বার,  

 পাঁচ জনে পারে যাহা,  

 তুমিও পারিবে তাহা,  

 পার কি না পার কর যতন আবার  

 এক বারে না পারিলে দেখ শত বার৷  

 পারিব না বলে মুখ করিও না ভার,  

 ও কথাটি মুখে যেন না শুনি তোমার,  

 অলস অবোধ যারা  

 কিছুই পারে না তারা,  

 তোমায় তো দেখি না ক তাদের আকার  

 তবে কেন পারিব না বল বার বার?  

 জলে না নামিলে কেহ শিখে না সাঁতার  

 হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়,  

 সাঁতার শিখিতে হলে  

 আগে তবে নাম জলে,  

 আছাড়ে করিয়া হেলা, হাঁট বার বার  

 পারিব বলিয়া সুখে হও আগুসার৷ 

  


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন