সজল আহমেদ এর কবিতা আবৃত্তিঃ প্রেমিকা



প্রেমিকা


একজন ভালো বন্ধু কে বিদায় দিতে মানুষের কষ্ট হওয়ার কথা ভূপেন
তুমি যাদের মদের গ্লাসের সাথী ভাবো, তাঁরা কি তা মোটেও ভাবেন?
বারবার যখন তাঁরা ইর্রেসপনরসবেল হতে থাকে, অতিক্রম হয় সীমানা ;
আর মানুষ অতিক্রান্ত সীমানার রজ্জুতে কখনো শুকাতে দেয় না জামা।
এটা পৃথিবী, স্বার্থের বাইরে কোন চুদির ভাই আসেনা,
পাখি তো উড়ে যায়, সবই তো রেখে যায়, “শুধু চুদে দিয়ে দুই ডানা।”
.
চলবে...


ভূপেন তুমি জানো ; কারো জন্য ভালোবাসা হওয়া ভালো
কারো কারো তরে কেটে চলে আসা, ভালোর চেয়েও জমকালো
কেউ দেখে যায় সামান্য চোখ মেলে
হৃদয় কাহাকে কোলে নিয়ে যায় খেলে
কেউবা আবার এমন অন্ধজন
দেখবেনা সে একশ চুদেও দিলে!
এটা পৃথিবী, হ্যাঁ হ্যাঁ এটা পৃথিবী
স্বার্থের বাইরে কোন চুদির ভাই আসেনা,
পাখি তো উড়ে যায়, সবই তো রেখে যায়, “শুধু চুদে দিয়ে দুই ডানা।”
ঘোড়া তো দৌড়ায়, পথগুলো সড়ে যায়, চুদে দিয়ে শস্যদানা। 








সজল আহমেদ কবিতা লেখার চেষ্টা করেন৷ এর বাইরে তাঁর পরিচয় একজন কুখ্যাত ইউটিবার হিসেবে৷ থাকছেন বরিশালের বাকেরগঞ্জ থানার এক গ্রাম আতাকাঠীতে। তাঁর মতে এই গ্রামের সঙ্গে মিশ্রিত তাঁর তেরোটি বছর৷ এই গ্রামই তাঁর কবিতা লেখার জন্য দায়ী। সজল আহমেদ এর জন্ম হয়েছিলো ২২ শে জুন পটুয়াখালী জেলার সুবিদখালী এক মফস্বলে, ওখানে কেটেছে শৈশবের নয় বছর। এরপর পিতার রিটায়ার্ডের পর চলে আসেন পৈতৃক ভিটায় যেখানে হয়েছেন তিনি যুবক! পড়ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজে স্নাতক তৃতীয় বর্ষে।  টগবগে ২৩ বছরের এই যুবক তাঁর গ্রামের ছোটদের সবচেয়ে ভালোবাসার মানুষ, আড্ডায় ও মাতেন ওদের সাথেই। আর এভাবেই চলে যাচ্ছে তাঁর সময়.....  তাঁর মতে, কবিতাগুলো নেহাৎ দূর্ঘটনার ফসল তাঁর। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন