রথী-মহারথীদের দেয়া কবিতার সংজ্ঞা [ইমতিয়াজ মাহমুদ এর হিউমার]

রথী-মহারথীদের দেয়া কবিতার সংজ্ঞা

বক্রোক্তিই কবিতা

কুন্তক

.

বক্রোক্তির উদাহরণ:

"বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা।"

রসাত্মক বাক্যই কবিতা।

বিশ্বনাথ কবিরাজ

.

রসাত্মক বাক্যের উদাহরণ:

"আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো।"

.

স্মরণীয় পংক্তিই কবিতা।

রবার্ট ফ্রস্ট

.

স্মরণীয় পংক্তির উদাহরণ: 

"মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।"

.

ছন্দই কবিতা। 

সুধীন্দ্রনাথ দত্ত 

ছন্দের উদাহরণ:

"কিরামান কাতিবিন, 

রোজ হাশরের দিন

আল্লাহ'র দরবারে 

যদি করে অভিযোগ,

আমরা বলবো, 

ওপারে ছিলাম 

হেলাল বাবার লোক।"

.

উপমাই কবিতা।

জীবনানন্দ দাশ 

উপমার উদাহরণ:

আকাশে চাঁদ উঠেছে, দেখতে অবিকল ট্রাম্পের মতন।

.

[পুরোনো ফাইল]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন