কয়েকটি ম্যাক্সিম - ইমতিয়াজ মাহমুদ

 কয়েকটি ম্যাক্সিম

পৃথিবী

মানুষ আকাশের দিকে তাকিয়ে যা খোঁজে, তার নাম পৃথিবী।

.

কান্নার ক্বাসিদা

বৃষ্টির একটি ফোঁটার সাথে অপর একটি ফোঁটার যখন দেখা হলো, তখন তারা দুজনেই মাটিতে।

.

যৌথ জীবন

অচল হাতটা সচল হাতকে ভোগায়।

.

মূল্য

পাখির গানের বাজার মূল্য নাই, মাংসের আছে।

.

পথিক

পথিক তোমাকে এতদূর কে নিয়ে এসেছে, তোমার পা না মাথা?

.

মূল্যায়ন

ইঁদুরের মূল্যায়নে বাঘের চেয়ে বেড়াল ভয়ানক।

.

মাছ

জালে আটকালে তাও নিয়তিকে দোষারোপ করা যায়, বঁড়শিতে আটকালে কেবল নিজেকে।

.

দুঃখ

অসুখী মানুষ যখন ঘুমায় তখনও তার চেহারায় দুঃখ জেগে থাকে।

.

আমি

আমি মূলত আমার জামাগুলোর বাহন।

.

কবর

আত্মীয় স্বজনই মানুষকে কবরে শুইয়ে দেয়। কাউকে মৃত আর কাউকে জীবিত।

.

প্রশংসা

ইঁদুরের চেহারার প্রশংসা করতে না পারলে তার দাঁতের প্রশংসা করুন।

.

মুগ্ধতা

মুগ্ধ হওয়ার ক্ষমতা কমে গেলে মুগ্ধ করার ক্ষমতাও কমে যায়।

.

ফেরা 

নির্জনতা থেকে কোলাহলে যাওয়া যত সহজ, কোলাহল থেকে নির্জনতায় ফেরা তত সহজ না।

.

শোক

মৃত্যু আপনার, কিন্তু তার শূন্যতাটুকু আমার।

.

.

[গন্দমফুল/২০১৯]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন