বিটিভিতে আগে একটা নাটকে বুয়ার চরিত্রে অভিনয় করলে একজন যে পরিচিতি পেতো, এখন দশটা চ্যানেলের পঞ্চাশটা নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেও তার একশ ভাগের এক ভাগ পরিচিতি পাওয়া কারো পক্ষে সম্ভব হয় না।
.
এই বিচ্ছিন্নতা আরো বেশি লেখকদের ক্ষেত্রে। প্রথম আলোর সাহিত্য পাতায় কুড়ি বছর ধরে প্রায় নিয়মিত লেখা অনেক লেখককেই দেশের অনেক অনেক লেখক চেনেন না। অন্যরা চেনা তো পরের ব্যাপার। আর সমাজের উপর প্রভাব তো আরো কয়েক কোটি আলোক বর্ষ দূরের ঘটনা।
.
ফলে ফেসবুকের বাইরের অবস্থাও ফেসবুকের মতোই। সর্বত্রই অনেক ছোট ছোট কুয়া। আর সেই ছোট ছোট কুয়াতে আবার অনেক বড় বড় ব্যাঙ।
Tags
ইমতিয়াজ মাহমুদ