জার্মানির এক লোক সাইবেরিয়ায় চাকরি পেলো। তার ধারণা ছিলো, সে যে চিঠিই পাঠাবে, সেন্সরের লোকেরা তা পড়ে ফেলবে।
ফলে সে তার বন্ধুকে বললো, “চলো, একটা বুদ্ধি করি। আমি যদি নীল কালি দিয়ে লেখা চিঠি পাঠাই, তুমি মনে করবা, যা লিখছি তা সত্য। আর যদি লাল কালি দিয়ে লেখা চিঠি পাঠাই, মনে করবা, যা লিখছি তা মিথ্যা।”
.
এক মাস পর তার বন্ধু প্রথম চিঠিটা পেলো। নীল কালি দিয়ে চিঠিতে লেখা : “এখানে সবকিছুই খুব চমৎকার। দোকানগুলো জিনিসপত্রে ভরা। প্রচুর খাবার। ঘরগুলোও অনেক বড়; আর ভালোভাবে উত্তপ্ত। সিনেমা হলগুলোতে ওয়েস্টার্ন সিনেমা দেখা যায়। এখানে বিয়ের উপযোগী অনেক সুন্দরী পাত্রী আছে। শুধু কোথাও লাল কালি নাই।”
.
.
সংগ্রহ : স্লাভয় জিজেক
ভাবানুবাদ : Imtiaz Mahmud - ইমতিয়াজ মাহমুদ
Tags
উপকথা