আক্ষেপ - সজল আহমেদ এর কবিতা

আক্ষেপ - সজল আহমেদ এর কবিতা



যখন তরবারী তলে মগজ রেখেছি ধাঁড়ে

তখন এসেছো তুমি ময়ূখ পাখায়— 

জানি প্রতিটি নারীই প্রতারণা জেনে করে ;

আঁচলের মতো ওড়ে দক্ষিণ হাওয়ায়।


পরাঙ্মুখ পাখি— দ্রবীভূত ডানা ক্ষসে

বীজের মায়ায় আসে তবুও মাঠে;

যে জলে তাঁর সব খোয়া গেছে, হেসে

তবুও বীজের প্রেমে সে-জলে ভাসে


আমি ফেরৎ পাইনি কিছুই—

 না তোমাকে না জীবন

মানুষ তাকেই ভালোবাসে, যে প্রতারণা করে;

এতিম ছেলেটির মা'র হাসির মতোন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন