গন্তব্য - অমল ভৌমিক

 গন্তব্য

- অমল ভৌমিক

এ পথে পথিক চলে অবিরত 
আগত পদ চিহ্নের চাপে 
হারিয়ে যায় পদচিহ্ন ,
            যা ছিল বিগত। 

মোহের রোশনাইয়ের ঝলকানি 
চমকিছে দিকে দিকে, 
মায়াবি ছলনায় কৃত্রিম আবহ সুর 
লঘুসংগীতের সুর দেয় ঢেকে। 

এগিয়ে চলেছে ক্ষ্যাপা বাউল 
আঁকা বাঁকা চড়াই উথরাই এর পথ বেয়ে। 
পথধারের গন্তব্যের মাইলস্টোনটা 
কুন্তির চোখ শুধু-ই খোঁজে। 
এ পথচলার গন্তব্য 
আর কত বাকি আছে?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন