নগর কথা - অমল ভৌমিক

 

নগর কথা

- অমল ভৌমিক


নগরের বুক চিরে, 
আঁকা-বাঁকা রাজপথ ।
ধীর বেগে ছোটে যান,
ট্রাম ছোটে ঘটা ঘট্ ।।
আঁধার গলি, আলো গলি,
সরু গলি, বাঁকা গলি।
ওলি-গলি, ধাঁধা গলি,
লাগে যেন খট্- মট্ ।।

হৈ-চৈ চেঁচামেচি,
লোকজন কাছাকাছি ,
তবু যেন বে-রসিক ।
রাত-দিন চলে কাজ,
রঙিন আলোয় কত সাজ।।
ডাকলে মেঘ গুঢ়্ গুঢ়া গুঢ়্,
বুকের ভিতর দুর্ দুর্ দুর্,
নগর হবে সাত সমুদ্রুর ।।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন