তুমি কাকে যেন ভালোবাসো?
লবন নিয়েছি ভাতে তাও তুমি দিচ্ছো না
তাল পুকুরের কৈয়ের ভাজি
বলো কার তরে রেখেছো এ পদ
কাকে খাওয়াবে বলে এত কারসাজি?
আমিও তো মানুষ, নাকি?
আমিও তো আহ্লাদে আটখানা হই
আমিও তো ভালোবাসি মুগের ডাল
সীমের কোলের কাছে কড়া ভাজা কৈ।
আমাকে দেখোনা তুমি, কি এর হেতু?
আমাকে কি চোখে পড়েনা?
নাকি এ পদ খাওয়াতে চাও
অন্য কাহাকে তাই এত বাহানা?
তোমার পিঠা কি খায় এখন অন্যকেহ
এখন খাওয়াও কাকে লেবুর সুরা?
বেগুন ভাজিটা কি অন্য কেহ খাবে—
শিথানে কার আগমনে ফুলের তোরা?
তুমি কাকে খাওয়াবে বলো, কীজন্য এত
কাকে দেখাতে লেপো ঘরের উঠান?
তুমি আমাকে এখন এড়িয়েই চলো বলো;
কার মুখ রাঙাতে সাজো মিস্টি পান?
Tags
সজল আহমেদ