লোভী ছেলে: সুকুমার রায়ের ছড়া

 লোভী ছেলে 

সুকুমার রায়

কি ভেবে যে আপন মনে শুধু শুধু চামচ চেটে 

হাসি আসে ঠোঁটের কোন,- মনে মনে সাধ কি মেটে? 

আধ আধ ঝাপ্‌সা বুলি একটু খানি মিষ্টি দিয়ে 

কোন কথা কয়না খুলি রাখ আমায় চুপ করিয়ে, 

বসে বসে একলা নিজে নৈলে পরে চেঁচিয়ে জোরে 

লোভী ছেলে ভাবেন কি যে-তুলব বাড়ি মাথায় করে। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন