হার-মানা হার পরাব তোমার গলে | রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

 


হার-মানা হার পরাব তোমার গলে

হার-মানা হার পরাব তোমার গলে-
দূরে রব কত আপন বলের ছলে।
জানি আমি জানি ভেসে যাবে আভিমান-
নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ,
শূন্য হিঁয়ার বাঁশিতে বাজিবে গান,
পাষাণ তখন গলিবে নয়নজলে।

শতদলদল খুলে যাবে থরে থরে,
লুকানো রবে না মধু চিরদিন-তরে।
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি,
ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি,
কিছুই সেদিন কিছুই রবে না বাকি-
পরম মরণ লভিব চরনতলে।



নোটঃ

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা গুলি আমরা যতবার পরি বা শুনি না কেন ততোবারই আমাদের চির নবীন মনে হতে থাকে। যেন মনে হয় এ যেন এক নতুনের আবির্ভাব এ পৃথিবীর বুকে যা আমাদের মনকে শান্ত স্নিগ্ধ ও মলিন করে তোলে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন