উর্বশী - সমর সেন

উর্বশী  - সমর সেন


 উর্বশী 

- সমর সেন

তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে  

দিগন্তে দুরন্ত মেঘের মতো!  

কিংবা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে,  

হে ক্লান্ত উর্বশী,  

চিত্তরঞ্জন সেবাসদনে যেমন বিষণ্ণমুখে  

উর্বর মেয়েরা আসে  

কত অতৃপ্ত রাত্রির ক্ষুধার ক্লান্তি,  

কত দীর্ঘশ্বাস,  

কত সবুজ সকাল তিক্ত রাত্রির মতো,  

আর কতো দিন!  

  



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন