হাসান রোবায়েতের কবিতা (২)

 


নামাজে দাঁড়ালেই আমার কেবল মনে পড়ে ‘কুল হুয়াল্লাহু আহাদ’ এই ছোট সুরাটা—এমন ছোট সুরা যে আর নাই, তেমনও তো নয়, কিন্তু প্রথম রাকাতেই আমার কেন সব সময় মনে পড়ে তাকে—আমার তো কত সুরাই মুখস্থ—যেমন সুরা বাকারার প্রথম পঁচিশ আয়াত অথবা সেপারার সবগুলো সুরা—অথচ সেসব মনে পড়ে না কিছুতেই—যেমন একজন ক্লান্ত ভ্যানঅলার মনে পড়ে পানি, হাওয়ায় দুলে ওঠা ফুটিখেতের সবুজ ধূসরতা পার হয়ে একটা নির্জন পাখির মনে পড়ে যায় ঘর, তেমন—তবে কি আমি সারাক্ষণই ঘোষণা করতে চাই—আল্লাহ এক?


যেমন কড়ই গাছের কাঁপা কাঁপা ছায়া পেরিয়ে আমি তোমার দিকেই যেতে চাই শুধু—তোমাকে লেখার পর যেন কিছুই আর বাকি থাকে না— 


খালি তোমার দিকেই ফুল হয়ে ফোটে বেহেশতে আমার কৃষ্ণচূড়ার বন—

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন