শরতের রাত: হো চি মিন এর কবিতা

 



শরতের রাত

ফটকের সামনে একজন সান্ত্রি
রাইফেল কাঁধে দাঁড়িয়ে

আকাশে চাঁদ ডুবে যাচ্ছে
মেঘের আড়ালে।

অন্ধকারে কালো আর্মি ট্যাংকের মত
বিছানা আঁকড়ে ছারপোকারা হাঁটছে।

মশার ঝাঁক
যেন আক্রমণকারী তরঙ্গায়িত বিমানদল।

আমি ভাবি আমার মাতৃভমির কথা
আমি উড়ে যাই দূর বহুদূর আমার স্বপ্নের ভেতরে।

আমি স্বপ্ন দেখি পথ হারিয়ে
আটক হয়েছি বেদনার জালে।

এখানে শেষ হয়ে এল একটি বছর
কি অপরাধ ছিল আমার?

অশ্রুসজল লিখছি আমি
আরো একটি জেলের কবিতা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন