হো চি মিন এর ২টি কবিতা

 



পরিচ্ছন্ন সকাল

সকালের সুর্য
জেলখানার পাঁচিলে আলো ঢালছে,

দূরে ঠেলছে অন্ধকার
নিরাশার পচা দুর্গন্ধ।

জীবনদায়ী হাওয়া
বয়ে চলেছে পৃথিবীর বুকের উপর দিয়ে।

শত শত বন্দি মুখে
আবার হাসি ফুটেছে।

 

রাত শীতল

শরতের রাত
তোষকহীন। চাদরহীন।
বিনিদ্র। শরীর আর পা’গুলো
জড়োসড়ো,মাংসপেশীতে ব্যাথা।

কুয়াশায় মোড়া কলাপাতায়
জোৎস্না ঢালছে চাঁদ।

আমার গরাদের ওপারে
খুঁটির মাথায় দোল খাচ্ছে সপ্তর্ষিমণ্ডল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন