উপকথা ১৬
দুইজন জেলে ভাড়া করা বোট নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলো। অল্প সময়ের মধ্যেই তারা বড় বড় অনেকগুলো মাছ পেলো। ফলে দু’জনেই খুব খুশি।
.
ফেরার সময় প্রথম জেলে দ্বিতীয় জেলেকে বললো, আমরা পরেরবার এই জায়গাটা চিনবো কীভাবে?
দ্বিতীয়জন বললো, এই বিষয়টা নিয়ে আমিও অনেক চিন্তা করেছি। সেই জন্য সমুদ্রের যে জায়গায় বড় বড় মাছ ধরা পড়েছিলো সেই জায়গায় বসে আমি চক দিয়ে বোটে দাগ দিয়ে রেখেছি।
.
তার কথা শুনে প্রথমজন অনেক ভেবে বললো, আরে গাধা, এটা তুমি করছো কি! পরেরবারও যে তারা আমাদের এই বোটটা ভাড়া দেবে তার কোনো নিশ্চয়তা আছে!
.
মোরাল : অন্যকে আহাম্মক বলার জন্য যে নিজেকে খুব বুদ্ধিমান হতে হবে, তেমন কোনো কথা নাই।
.
.
সংগ্রহ : ইদ্রিস শাহ
ভাবানুবাদ : Imtiaz Mahmud - ইমতিয়াজ মাহমুদ
Tags
উপকথা