হাসান রোবায়েতের কবিতা

 *

ফিরে আসো খুব দ্রুত, দোয়া শেষ হওয়ার আগেই

যেইভাবে তারাবিতে কোরান পড়ছে তাড়াতাড়ি

ঝরাপাতা উড়ে যাচ্ছে বসন্তের ডাগর হাওয়ায় 

মাদরাসা ছুটি হলে যেভাবে শিশুরা ফেরে বাড়ি—

ফুপুর বাড়ির মতো তোমার দু চোখ আমি চিনি

রোজা শেষ হয়ে গেল তা-ও তো এলে না তুমি ফিরে

ফিরে আসো শিশুদের মুখে ভাত দেওয়ার আগেই

কীর্তনের গান শেষ হয় নি এখনো মন্দিরে—


তোমার মহিমাগঞ্জ বিবাহ-শাড়ির মতো ভালো

তোমার তারিফ যেন গালিবের কালামের মতো

যেভাবে নামাজ শেষে মুসল্লিরা ফেরায় সালাম

সেভাবে তোমাকে দেখি পুরাপুরি নয়, অংশত—


তুমি আসো, হাওয়া আসে, ফুলে কাঁপে বিবাহের ঢঙ

বিরহে নীরব থেকো, নীরবতা বেহেশতের রঙ—

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন