তুই কি আবার আমার হবি — প্রদীপ বালা
তুই কি আবার আমার হবি ?
না হয় তোর—
দুঃখ গুলোই আমায় দিবি
হলুদ হলুদ দুঃখ গুলো,
বুকের ভেতর ডিপ ফ্রিজারে
রেখে দেব শীতল করে ।
ইনবক্সে মেসেজ ঢোকে
সিন হয়ে যায় রিপ্লাই নেই,
তবু আমি বোকার মতো
শান্তি পাই সিন হওয়াতেই !
তুই কি আবার আমার হবি ?
কিছু সময় দেখবি ভেবে,
আমার যত চাওয়া পাওয়া
কেন আমার মানুষ হওয়া
অদ্ভুত এক ছন্নছাড়া
আকর্ষণ হীন মানুষ আমি ।
সত্যি বলছি তবুও তুই
. আমার কাছে—
অনেক অনেক অনেক দামী
ইচ্ছেটা তোর পার্কে বসে
হতে হবে বাৎস্যায়ন
আমার চোখে এ-বাংলাতে
মানুষ মরার সাতকাহন
তোর হাতে নাচছে দেখি
গুপী গাইন বাঘা বাইন
আমার চোখে তখন শুধু
ইজরায়েল আর প্যালেস্টাইন
হাজার ‘রুপম’ আন্দোলনে
রক্ত বেচে আনে টাকা
আমি শুধু পারবো না আর
হতে ওই ‘সুবোধ’ কাকা
তুইই বল—
এই করে কি প্রেম করা হয় ?
আমি যে এক বদ্ধ মাতাল
তবু আমি দাঁড়িয়ে থাকি
তোরই জন্য অনন্তকাল…
Tags
প্রদীপ বালা