উপকথা ১৫
.
রাজা শিকারে যাবেন। তার আগে তিনি মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, আজ কি বৃষ্টি হবে?
মন্ত্রী বললেন, না স্যার, আজ বৃষ্টি হবে না।
বনের কাছাকাছি পৌঁছে রাজা দেখতে পেলেন, এক চাষি একটা গাধার পিঠে করে যাচ্ছে।
.
রাজাকে সতর্ক করে চাষি বললো, স্যার, একটু পরেই বৃষ্টি নামবে।
কিন্তু রাজা তার কথা হেসে উড়িয়ে দিলেন। তিনি দলবল নিয়ে বনের ভেতর প্রবেশ করলেন।
একটু পরেই বৃষ্টি নামলো। রাজা আর তার সঙ্গীরা ভিজে কাক।
.
প্রাসাদে ফিরে রাজা মন্ত্রীকে বরখাস্ত করলেন। তারপর চাষিকে খবর দিয়ে এনে তাকে মন্ত্রী বানালেন।
রাজা চাষিকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কীভাবে বলেছিলে যে, বৃষ্টি হবে?’
চাষি বললো, স্যার, এটা আমি বলিনি। আমার গাধাটা বলেছিলো। বৃষ্টি নামার আগে আগে সে সবসময় তার একটা কান নাড়তে থাকে।
.
রাজা তখন চাষিকে বরখাস্ত করে গাধাটাকে মন্ত্রী বানালেন।
এবং বিপদে পড়লেন।
কারণ এরপর দেশের সব গাধা এসে মন্ত্রী হতে চাইলো।
.
.
মূল : আব্রাহাম লিংকন
ভাবানুবাদ : Imtiaz Mahmud - ইমতিয়াজ মাহমুদ