উপকথা ১৪
.
একটা উঁচু গাছের ডালে একটা ঈগল চুপচাপ বসেছিলো। সে কিছুই করছিলো না।
একটা ছোট খরগোশ সেই পথ দিয়ে যাচ্ছিলো। ঈগলটাকে সে এমন অলসভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, ‘আমিও কি তোমার মতো বসে থাকতে পারি?’
ঈগলটা উত্তর দিলো, ‘অবশ্যই। কেন নয়?’
তার কথা শুনে ঈগলটা যে গাছে বসে ছিলো ঠিক সেই গাছটার নিচে খরগোশটা বসে পড়লো। সেও আর কিছুই করছিলো না।
হঠাৎ সেখানে একটা শিয়াল এসে খরগোশটার উপর ঝাঁপিয়ে পড়লো।
এবং তাকে ধরে খেয়ে ফেললো।
.
মোরাল : কিছু না করে চুপচাপ বসে থাকতে চাইলে অনেক উঁচুতে বসতে হয়।
.
.
ভাবানুবাদ : Imtiaz Mahmud - ইমতিয়াজ মাহমুদ
Tags
উপকথা