১
বইমেলায় -
বাড়ি থেকে মিথ্যে বলে আসা
অনিন্দ্য সব মসৃণ মুখ,
শক্ত করে ধরে রাখা
হাতের সঙ্গে হাত,
ঝুঁকে পড়া রোদের সঙ্গে
ফ্লাইওভারে ঢেকে থাকা পথ,
নাম না জানা ফুলের ঘ্রাণ নেয়া
মানুষের মধ্যে তুমি আমি নেই।
উদ্যানের যেদিকে এসে মোহনা পায়
ছুটে আসা ঢেউয়ে ঢেউয়ে রঙিন রিকশা,
রিকশাভরতি আস্ত অলিখিত সংসার
সংসার ভরা যত্নের দারুণ বৈভব
আর যেদিকের পর পথ নেই
শুধুই সন্ধ্যা নেমে আসা,
তুমি আমি কখনও কি ছিলাম
এই নদীর মিছিলে
একবার ?
এই লাল নীল বইমেলা
আমাদের দেখল না একসঙ্গে
বাড়ি থেকে মিথ্যা বলে আসার
তীব্র মুখর প্রেমে একবারও।
একবারও একটা রিকশা
ঢেউ সমেত আমাদের ভাসিয়ে
আনতে পারল না এই ভালোবাসার
স্বীকৃত সমুদ্রে ।
তবু আমরা খোঁজ নিচ্ছি -
নতুন কোনও প্রেমের কবিতা
এসেছে কি মেলার কোনও স্টলে ?
২২.২.২২
নিকেতন, ঢাকা।
২
চাল কিনব রক্ত বেচে
কিডনি বেচে রক্ত,
সবকিছু হোক ঊর্ধ্বগতি
তারাও অনড় শক্ত।
অভাব অভাব চারপাশে ঐ
স্লোগান হচ্ছে ভারী,
সুখের দেশে কে আর পাবে
এমন আহাজারি।
লিটার ফেলে তেল কিনব
ঠোঙায় ছটাক দুই,
কারোই দেখি ঘুম ভাঙে না
ফুটিয়ে দিলেও সুঁই।
বাড়ছে সড়ক হচ্ছে প্রাসাদ
জীবন নেই আর মন্দ,
কারো নাকেই লাগে না আর
মানুষ মরার গন্ধ।
মধ্যবিত্ত মানুষ নাকি
নিম্নবিত্ত ফেলনা,
উপরতলার সুনাম লাগে
দেশ হয়ে যাক খেলনা।