কত বড় — সুকুমার রায়ের ছড়া

 

কত বড়

ছোট্ট সে একরতি ইঁদুরের ছানা,

ফোটে নাই চোখ তার, একেবারে কানা।
ভাঙা এক দেরাজের ঝুলমাখা কোণে
মার বুকে শুয়ে শুয়ে মার কথা শোনে।

যেই তার চোখ ফোটে সেই দেখে চেয়ে-
দেরাজের ভারি কাঠ চারিদিক ছেয়ে।
চেয়ে বলে মেলি তার গোল গোল আঁখি-
"ওরে বাবা! পৃথিবীটা এত বড় নাকি?"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন