আলোছায়া — সুকুমার রায়ের ছড়া

 

আলোছায়া

হোক্‌না কেন যতই কালো

         এমন ছায়া নাইরে নাই-
লাগ্‌লে পরে রোদের আলো
         পালায় না যে আপ্‌নি ভাই !..

শুষ্কমুখে আঁধার ধোঁয়া
         কঠিন হেন কোথায় বল্‌,
লাগ্‌লে যাতে হাসির ছোঁয়া
         আপ্‌নি গলে হয় না জল ।।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন