ইমতিয়াজ মাহমুদের স্যাটায়ার

   রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাওয়ার পরের বছর মারাত্মক ডিপ্রেশনে পড়ছিলেন। এতটা যে, ঐসময় তিনি সুইসাইড করারও চিন্তা করছিলেন। ১৯১৪ সালে  তিনি নিজের ছেলেকে এক চিঠিতে লিখছিলেন, তাঁর জীবন ব্যর্থ, গ্লানিময়। 

পৃথিবীটাই আসলে এমন, কেউ নোবেল পুরস্কার পেয়েও নিজেরে ব্যর্থ মনে করে, আবার কেউ তুফান সাহিত্য পুরস্কার পেয়েও খুশিতে খণ্ড খণ্ড হয়ে পড়ে।

.

২০১৭

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন