পাল্কী চলে রে,
পাল্কী চলে রে,
ঘোমটা-ঘেরা কে
বউ ঝি টলে রে!
খোট্রা বেহারা
চোট্রা টেহারা,
কোন গাঁহতে গো
আসছে ইহারা!
জুলপি কামানো,
নেংটি নামানো,
গামছা কোমরে,
সব গা ঘামানো।
হাইচি মাউচি,
খাউচি যাউচি,
বলছে কত কি--
আউছিঃ! আউছিঃ!
খেঁককি কুকুরে,
ডাকছে ডুকুরে,
আসছে লেলিয়া
পাল্কী মুখুরে।
বৃক্ষে থাকিয়া,
গাত্র ঢাকিয়া,
ক্লান্ত কোকিলা,
উঠছে ডাকিয়া।
গাইটি ছায়াতে,
বতস কায়াতে,
জিভটি বুলায়ে,
দিচ্ছে মায়াতে।
পত্র-অলকে,
রৌদ্র ঝলকে,
ধূম্র উড়িছে
ক্ষেত্র-ফলকে।
তপ্ত মাঠে রে
কেউ না হাঁটে রে,
রৌদ্র-তাপতে
বিশ্ব ফাটেরে!
এমনি দুপুরে
কোনসে কুফুরে
আনল এদেরে
রাস্তার উপরে!
কার সে হেলাতে
এই অ-বেলাতে
বউ ঝি চলিল
অন্য জেলাতে!
সব গা ধামা রে,
পালকি থামা রে,
বৃক্ষ- ছায়াতে
একটু নামা রে!
শুনল নাতরে
করুণ কাতরে,
প্রাণ কি সবারি
তৈরী পাথরে!
চারটি মালেতে
নামল খালেতে,
পাল্কী চালাল
দুলকি তালেতে।
একটু দাঁড়াল,
স্কন্ধ ভাড়াল,-
ওই যে আড়ালে
চরণ বাড়াল!
রইল ঝরিয়া
মর্ম্মে মরিয়া
সুরের রেশটি
চিত্ত ভরিয়া।
==========