পড়ন্ত বিকেলে যাদের পেচ্ছাব হলুদ হয়ে আসে
আর রাত নামলে ফুটপাতে ত্রিফলার আলোয়
শুয়ে শুয়ে উঁচু উঁচু ইমারতের ইট খাওয়ার স্বপ্ন দ্যাখে
ওই দ্যাখো, দেখতে পাচ্ছ
আকাশের গায়ে তাঁদের মুষ্টিবদ্ধ হাত
হাতে হাতে সূর্যের গ্রেনেড
অনেকের মত আমিও সে ফুটপাতে হাঁটি
হাঁটতে হাঁটতে ভাবি,
যদি কখনও
ত্রিফলার আলোর চাদরে ফুটপাতে শুয়ে থাকা
কোন নরনারীর সঙ্গম দেখে ফেলি নির্লজ্জের মত
তবে সেই মুহূর্তে যেন লাশ হয় আমার শরীর!
তখন আমার লাশ এনে পুড়িয়ে ফেলো না কেউ,
শরীরে সেইসব গ্রেনেড গুঁজে
পার্সেল বোমা করে পাঠিয়ে দিও শাসকের টেবিলে।
Tags
প্রদীপ বালা