সজল আহমেদ
কেন এয়েছি তোমাদের ঘরে বলতে পারো বাবা?
অসহায় এই বুকের গভীরে কিসের এত থাবা?
জন্মেই আমি দোযখে আছি - গালভরা অষুধ;
যতগুলো বাকি ঋন রয়েছে তিনগুণ তার সুদ!
আমি চেয়েছি দোআ করো আর তোমরা দিয়েছো গালি
ধবধবে এই জামার পকেটে বিস্ফোরিত কালি,
ঝকঝকে সব জল ছবিতে জমেছে ধুলোবালি
দুধ কলা দিয়ে নিজের ঘরে কালসাপ আমি পালি।
আমি বলেছি নমনীয় হও - তোমরা দেখালে ক্রোধ
জন্মই আমার নিজের ওপর নিজের প্রতিশোধ!
জন্ম আমার আমৃত্যু যেন ঋষিদের অভিশাপ!
আমাকে কেন ধরা দেখালে বলতে পারো বাপ?
Tags
সজল আহমেদ