মৌন এর কবিতা

 তুমি যদি বলো


 আমি চৈত্রের শেষে,

 ঘন কালো মেঘে

 কালবৈশাখী ঝড়।

আমি তোমার জন্য 

হতে পারি কবি,

 কিংবা চিত্রকর।

 সাইবেরিয়ার হিমবাহ আমি 

দাবানলের আগুন,

 তুমি যদি বলো

 হয়ে যেতে পারি

 হাজার ফুলের ফাগুন।

আমি রাত্রি বেশে, 

তিমির কেশে

অমাবস্যার ঘোর,

তোমার চাওয়াতে একনিমিষেই

রাত শেষে হবো ভোর। 

পৃথিবী কাঁপানো কম্পন আমি 

আউশের শিলাবৃষ্টি,

পুষ্প হয়ে ফুটে যাবো 

 যদি একবার দাও দৃষ্টি।


-----------মৌন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন