২ জন বান্দার গল্প

লিখেছেনঃ ইমরুল হাসান

 বাইবেলে এইরকম একটা কাহিনি আছে। ইসা নবী বলতেছেন, মরার পরে দুইজন লোকের বিচার হইতেছে, একজন বলতেছেন, আমি তো সবসময় এবাদত করছি, রোজা রাখছি, ধর্ম-কর্ম করছি, সততার সাথে জীবন কাটাইছি, কারো কোন ক্ষতি করি নাই… মানে, তার ভালো কাজের ফিরিস্তি সে দিতেছিল; আরেকজন যে ছিল, সে বলতেছিল, হায় খোদা! আমি তো অনেক পাপ করছি, তুমি আমারে রহম করো!  


তো, খোদা কারে মাফ করবেন বইলা মনে করেন?


নবী’র সাগরেদ লূক এই ঘটনা থিকা বলতেছেন, নীচা হয়া থাকো! যদি তুমি ভালো কাজ কইরা থাকো, খোদা তো জানেন! বরং যা কিছু খারাপ করছো, তার লাইগা মাফ চাও। 


মাফ চাওয়া সহজ কাজ না। সেইটার খোদার কাছে হোক, অন্যের কাছে হোক, বা নিজের কাছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন