চার্লস বুকোস্কির নতুন অনুবাদ কবিতা

  বুকোউস্কি'র একটা কোটেশন দেইখা মনে হইলো ব্যাপার'টা। কোটেশেন'টা অনেকটা এইরকম যে, "পেইন দিয়া কিছু হয় না, গরিবি দিয়াও না। সবার আগে হইতেছে একজন আর্টিস্ট আছে। আর সে কি রকম আর্টিস্ট হয়া উঠবে ডিপেন্ড করে তার নিয়তির উপ্রে। যদি তার লাক ভালো হয়, সে হবে একটা খারাপ আর্টিস্ট। আর যদি তার লাক খারাপ হয়, সে হবে একটা ভালো আর্টিস্ট।"

তো, এখন পর্যন্ত, ইন মাই লাইফ, আমি আমার 'সৌভাগ্য' নিয়া স্ট্রাগল করছি। :) কিন্তু আমি টের পাই আমার ব্যাডলাক শুরু হইছে, গত ৮/১০ বছর ধইরা। 

স্কুলে পড়ার সময়, হাত দেখতে জানে আমার এইরকম একজন বন্ধু, তিনটা ভবিষ্যতবাণী করছিল আমার লাইফ নিয়া। এর মধ্যে দুইটাই সত্যি হইছে। ওর থার্ড প্রেডিকশন ছিল, আমার জীবনের শেষ অংশটা খুব ট্রাজেডি'র হবে। তো, আমি এর ব্রাইটার সাইড'টা দেখতে চাইতেছি; ভাবতে চাইতেছি, নিয়তি যতো ব্যাড লাক নিয়া আসবে মেবি আর্টিস্ট হিসাবে আরো ভালো হয়া উঠতে থাকবো আমি 

সুইংগারদের জন্য একটা কবিতা, দুনিয়ার প্লেগার্লদের জন্য একটা কবিতা 

চার্লস বুকোস্কি

অনুবাদঃ ইমরুল হাসান


আমি সেইসব নারীদের পছন্দ করি যারা খুব বেশি পুরুষদের সাথে থাকে নাই।

আমি ভার্জিনিটি চাই না কিন্তু আমি সিম্পলি প্রেফার করি নারীদের 

যারা র’ এক্সপেরিয়েন্সের ঘঁষা খায় নাই। 


নারীদের একটা কোয়ালিটি আছে যারা বেটাদের খুব একটা পছন্দ করে না;

এইটা বুঝা যায় তাদের হাঁটা-চলায়

তাদের চোখের দিকে তাকাইলে

তাঁদের হাসিতে আর তাঁদের

শান্ত হৃদয়গুলাতে।


যেই নারী'রা অনেক বেটাদেরকে পাইছে

আমার মনেহয় অরা নেকস্ট জনরে পছন্দ করে

যতোটা না ফিলিং থিকা তার চাইতে বেশি রিভেঞ্জের কারণে।


যখন তুমি স্বার্থপরতার জায়গা থিকা খেলতে থাকো

সবকিছুই তোমার এগেনেস্টে যায়:

কেউ তো জোর কইরা ভালোবাসতে পারে না বা

এফেকশন দাবি করতে পারে না।

শেষমেশ তোমারে তা-ই নিয়া থাকতে হয়

যা তুমি দিতে রাজি আছো

যা বেশিরভাগ সময় হইতেছে:

নাথিং।


কিছু নারী হইতেছে নাজুক জিনিস

কিছু নারী হইতেছে মিঠা আর অদ্ভুত। 


যদি তুমি সূর্যের উপ্রে পেশাব করতে চাও

আগায়া যাও

কিন্তু প্লিজ গুড উইমেনদেরকে একলা থাকতে দাও।


#নিউবুBukowsi


~ একটা ডেফিনেশন ~


প্রেম হইতেছে একটা লাইট যা

জ্বলতেছে রাতে, কুয়াশার ভিতরে


প্রেম হইতেছে একটা বিয়ার-ক্যাপ

বাথরুমে যাওয়ারে পথে যা

খুইলা আসে


প্রেম হইতছে তোমার দরজার হারায়া যাওয়া চাবি

যখন তুমি মাতাল হয়া আছো


প্রেম হইতেছে তা-ই

দশ বছরে যা একবার ঘটে


প্রেম হইতেছে একটা অভিশপ্ত বিলাই


প্রেম হইতেছে অই কোণার 

বুড়া নিউজবয়’টা যে 

এর আশা ছাইড়া দিছে


প্রেম হইতেছে তা-ই যা তুমি মনে করো যে অন্য

লোকটা ধ্বংস করে দিছে


প্রেম হইতেছে তা-ই যা হারায়া যায়

বয়সের লগে যুদ্ধ করতে করতে


প্রেম হইতেছে ফোনের বাইজা উঠা,

একই ভয়েস অথবা আরেকটা

ভয়েস কিন্তু কখনোই ঠিক

ভয়েসটা না


প্রেম হইতেছে বেঈমানি করা

প্রেম হইতেছে ঘর না থাকা মানুশের 

একটা গলিতে আগুন দেয়া


প্রেম হইতেছে স্টিল

প্রেম হইতেছে তেলাপোকা

প্রেম হইতেছে একটা চিঠির বাক্স


প্রেম হইতেছে ছাদে বৃষ্টি পড়া

একটা পুরান হোটেলে

লস এঞ্জেলেসে


প্রেম হইতেছে একটা কফিনে তোমার বাপের লাশ

(যে তোমারে হেইট করতো)


প্রেম হইতেছে পা-ভাঙ্গা একটা ঘোড়া

যে দাঁড়াইতে চাইতেছে

যখন ৪৫,০০০ লোক 

দেখতেছে তারে


প্রেম হইতেছে যেমনে আমরা সিদ্ধ হই

লবস্টারের মতন


প্রেম হইতেছে সবকিছুই আমরা বলছিলাম

যা এইটা না


প্রেম হইতেছে নীলমাছি’টা যা তুমি

খুঁইজা পাও না


আর প্রেম হইতেছে একটা মশা


প্রেম হইতেছে ৫০ পদাতিক বাহিনি


প্রেম হইতেছে একটা খালি

পায়খানার প্যান, বিছনায়


প্রেম হইতেছে সান কোয়ান্টিনে একটা রায়ট

প্রেম হইতেছে একটা পাগলা-গারদ

প্রেম হইতেছে একটা গাধা যে দাঁড়ায়া আছে

মাছি ভন ভন করা রাস্তায়


প্রেম হইতছে একটা এম্পটি বারের চেয়ার


প্রেম হইতেছে হিনডেনবার্গ নিয়া একটা সিনেমা

কুঁচি কুঁচি কইরা কাটা

একটা মোমেন্ট যা এখনো চিল্লাইতেছে


প্রেম হইতেছে দস্তয়েভস্কি 

জুয়া খেলতে বইসা আছে


প্রেম হইতেছে যা হামাগুড়ি দিয়া আসতেছে

মাটিতে


প্রেম হইতেছে তোমার নারী যে নাচতেছে

অপরিচিত এক বেটার লগে ঘঁষাঘঁষি করতে করতে


প্রেম হইতেছে একটা বুড়া মহিলা

যে চুরি করতেছে এক পিস

ব্রেড


আর প্রেম হইতেছে একটা শব্দ

যারে খুব বেশি ইউজ করা হয় আর

ইউজ করা হয়

খুব তাড়াতাড়ি।





~ কনফেশন ~




একটা বিলাইয়ের মতন

মরার লাইগা ওয়েট করতেছি

যেইটা ফাল দিয়া উইঠা আসবো

বিছনার উপরে,

আমার খুবই খারাপ লাগতেছে

আমার বউয়ের লাইগা

তারে দেখতে হইবো এই

জড়

শাদা 

বডি

একবার ধাক্কা দিবো, তারপরে

হয়তো

আবার (ডাক দিবো)

"হ্যাঙ্ক!"

হ্যাঙ্ক দিবো না

উত্তর।

এইটা আমার মরণ না যারে

ডরাই আমি, এইটা আমার বউ

যারে থাকতে হইবো এই

না থাকার বস্তা নিয়া।

আমি তারে

জানাইতে চাই

যদিও

সবগুলা রাত

শুইয়া থাকা

তার পাশে

এমনকি আজাইরা

তর্কাতর্কিগুলা

হইতেছে জিনিস

যা ছিল (আমাদের) জাঁকজমক

আর কঠিন

কথাগুলা

আমি সবসময় ডরাই

বলতে

বলা যাইতে পারে

এখন:

আই লাভ

ইউ। 


#নিউবুকোউস্কি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন