ডাইনি
রাজপুত্রের আসল মাকে পাথর বানিয়ে এক ডাইনি তার মা হয়ে গেলো। তাকে কোলে-পিঠে করে বড় করলো। তারপর অনেক অনেক বছর চলে গেলো। রাজপুত্র বড় হলো।
বড় হয়ে সেই রাজপুত্র জানতে পারলো, এতদিন সে যাকে মা বলে ডেকেছে সে তার মা না, সে আসলে একটা ডাইনি। এটা জেনে রাজপুত্র এক পূর্ণিমার রাতে, দীঘির ভেতরে ডুব দিয়ে কৌটায় থাকা ভোমরার গলা টিপে ডাইনিটাকে হত্যা করে ফেললো। ডাইনিটা তখন দীঘির পারেই দাড়িয়ে ছিলো।
রাজপুত্র একবারও ভাবলো না, সে যখন কৌটা খুলছিলো, ডাইনিটা ইচ্ছা করলে তখনও তাকে পাথর বানিয়ে ফেলতে পারত।
Tags
ইমতিয়াজ মাহমুদ