উন্মাদনামা - ইমতিয়াজ মাহমুদ

উন্মাদনামা : প্রথম পর্ব


ভোর

চোখ খুলে গরুটি দেখলো, সূর্য গোয়ালঘরে ঢুকে পড়েছে।


সান্ত্বনা

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ভাবলাম, এতদিনে পিঠের একটা গতি হলো।

প্রকৃতি 

দুটি গরু একত্র হলে মূলত ঘাসের আলাপই করে।

.

শিল্পী

কাক জানালো, তার কা গানটিকে সামান্য বিকৃত করে  কোকিল তার কু গানটি বানিয়েছে।

.

সাংবাদিক 

যাদের ভয়ে পৃথিবীতে পা না রেখেই ভিনগ্রহের প্রাণীরা বারবার বাড়ি ফিরে যায়। 

.

আফসোস 

লোকটাকে দেখে মহিষটার অনেক আফসোস হলো। সে খুব সাবধানে একটা দীর্ঘশ্বাস গোপন করলো। তারপর মনে মনে বললো, আহারে! শিং নাই।

.

রান্না 

বাঘের কাছে জানতে চাইলাম, মাংস ফ্রাই করবো, না রোস্ট? বাঘ বললো, ঝামেলা করার দরকার নাই। 

দেবদাস 

তুমি চা খেতে গেলা, এই ফাঁকে আমার বিবাহ হয়ে গেলো। 

.

জেন দর্শন

জীবনে যা-ই ঘটুক, বলবেন, ও আচ্ছা!

 . 

নেমকহারাম

নেমকহারাম লোকটার সব অপরাধ ক্ষমা করে খোদা তাকে বেহেশতে পাঠালো। লোকটা বেহেশতে ঢুকে ঝর্না/পাহাড় এইসব দেখে, পাখির গান শুনে, নানারকম ফল/ফ্রুট খেয়ে, ফেরেশতাদের গার্ড অব অনার নিতে নিতে বললো, 'ছাতার একটা বেহেশত বানাইছে।'

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন