উন্মাদনামা : প্রথম পর্ব
ভোর
চোখ খুলে গরুটি দেখলো, সূর্য গোয়ালঘরে ঢুকে পড়েছে।
সান্ত্বনা
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ভাবলাম, এতদিনে পিঠের একটা গতি হলো।
.
প্রকৃতি
দুটি গরু একত্র হলে মূলত ঘাসের আলাপই করে।
.
শিল্পী
কাক জানালো, তার কা গানটিকে সামান্য বিকৃত করে কোকিল তার কু গানটি বানিয়েছে।
.
সাংবাদিক
যাদের ভয়ে পৃথিবীতে পা না রেখেই ভিনগ্রহের প্রাণীরা বারবার বাড়ি ফিরে যায়।
.
আফসোস
লোকটাকে দেখে মহিষটার অনেক আফসোস হলো। সে খুব সাবধানে একটা দীর্ঘশ্বাস গোপন করলো। তারপর মনে মনে বললো, আহারে! শিং নাই।
.
রান্না
বাঘের কাছে জানতে চাইলাম, মাংস ফ্রাই করবো, না রোস্ট? বাঘ বললো, ঝামেলা করার দরকার নাই।
.
দেবদাস
তুমি চা খেতে গেলা, এই ফাঁকে আমার বিবাহ হয়ে গেলো।
.
জেন দর্শন
জীবনে যা-ই ঘটুক, বলবেন, ও আচ্ছা!
.
নেমকহারাম
নেমকহারাম লোকটার সব অপরাধ ক্ষমা করে খোদা তাকে বেহেশতে পাঠালো। লোকটা বেহেশতে ঢুকে ঝর্না/পাহাড় এইসব দেখে, পাখির গান শুনে, নানারকম ফল/ফ্রুট খেয়ে, ফেরেশতাদের গার্ড অব অনার নিতে নিতে বললো, 'ছাতার একটা বেহেশত বানাইছে।'