জীবনের প্রকার
.
এই জীবন ভালো না লাগায় একদিন নদীর কাছে গেলেন,
শোনা যায় যে, নদীতে ঠিকমতো একটা ডুব দিতে পারলে
অন্য আরেকটা জীবন পাওয়া যায়। আপনি সেই জীবনের
আশায় ডুব দিলেন। ডুবটা খুব ভালো হয়েছিল; কেননা
একটু পর আপনি একটা চিতল মাছ হয়ে ভেসে উঠলেন!
.
দুই
এরপরের গল্প তো সবার জানা, একজন জেলে জাল পেতে
আপনাকে শিকার করল, তারপর বাজারে বিক্রি করল,
বাজার থেকে আপনার বাবা আপনাকে খুব দরদাম করে
কিনে আনল; তারপর আপনার বউ আপনাকে কেটেকুটে
চুলার উপর তপ্ত কড়াইতে ছেড়ে দিলো—জীবন একই রকম!
.
(কালো কৌতুক/2017)
Tags
ইমতিয়াজ মাহমুদ