সাহিত্য পুরস্কার
এই পৃথিবীতে কবিদের কদর নাই। সব কবিতার শত্রু।
রাষ্ট্র আর পরিবার। বন্ধু আর আত্মীয়রা। দোয়েল আর
গরুরা। সবাই কবিতার প্রতিপক্ষ। তারা বলে যে আমরা
কবিতা বুঝি না। এটা বলা তাদের ফ্যাশন। আমরা এই
ফ্যাশনের বিরুদ্ধে। আমরা কবিতাবন্ধু। ব্যাংক বা মুদি
দোকান বা পত্রিকার দল। আমরা কবিদের স্নেহ করি।
আর একারণে আমরা সাহিত্য পুরস্কার দেই। লাখ টাকা
দামের। কিন্তু কাকে দেই! ফলে আমরা জানতে চাই,
পুরস্কার পেলে এত টাকা দিয়ে আপনারা কী করবেন?
.
মাইকেল বললো………….……ধার শোধ করবো
নজরুল বললো………………...কুড়ি হাজার কাপ চা খাবো
আল মাহমুদ বললো………..আজমীর শরীফ যাবো
জীবনানন্দ বললো……………লাবন্যের হাতে তুলে দেবো
জসীমউদ্দীন বললো…………ঘটিতে জমিয়ে রাখবো
সুকান্ত বললো……………….....সব ভাত গুড় দিয়ে খাবো
শেষে রবীন্দ্রনাথ বললো……সহজ সুদে গরীবদের দেবো
.
আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথ সবচেয়ে ভালো কবি
………...পুরস্কারটা উনাকেই দেয়া হোক.….....।
15/10/15