হ্যাক - ইমতিয়াজ মাহমুদ



 হ্যাক

এক অত্যধিক স্বামী বাসায় বসে পাশের রুমে থাকা তার স্ত্রীরে ইনবক্স করছেন, "এক গ্লাস পানি দিয়া যাইয়ো তো...।"

.

তার স্ত্রী এই মেসেজ দেখে রাগে/ক্ষোভে/দুঃখে/অপমানে কি করবে কিছু বুঝতে না পেরে মেসেজের স্ক্রিন শট তার টাইমলাইনে পোস্ট করে জনগণের কাছে জানতে চায়, তার এখন কি করা উচিত?

.

ক) সে কি ডিভোর্স দেবে

খ) সে কি আত্মহত্যা করবে

গ) সে কি মুখে বুজে সব সহ্য করে পাশের রুমে পানি দিয়ে আসবে

.

এই পোস্টটা ভাইরাল হতে সময় নেয় মাত্র তের মিনিট। জগতের সব নারীজাতি তো বটেই একদল অত্যধিক বৃদ্ধ এবং ততোধিক লুরমা কবি গিয়েও পোস্টের নিচে ছি ছি করা শুরু করেন। আর তাদের এমন বিপুল ছি ছির সুবাদে ঘটনাটা উইমেন চ্যাপ্টারের নজরে আসে। তারা তাৎক্ষণিক নিবন্ধে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। (উল্লেখ্য তাদের নিবন্ধটির শিরোনাম ছিলো, "পানি না, তোরা বিষ খাইয়া মর।")

.

এই নিবন্ধটি প্রকাশের কয়েক মিনিট পর ঘটনার নায়ক সেই স্বামীটি তার টাইমলাইনে জানান, তার আইডি হ্যাক হয়েছিলো। দুই ঘন্টা চেষ্টার পর এইমাত্র উদ্ধার হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন