বিচ্ছেদের পরে - ইমতিয়াজ মাহমুদ

 বিচ্ছেদের পর

তোমার সাথে আমার বিয়ে হলে বনিবনা হতো না। আমাকে তুমি একদম 

সহ্য করতে পারতে না। আমি তোমাকে দেখতে পারতাম না। আমাদের 

খুব দুর্দশা হতো। প্রতিবেশীদের উৎকন্ঠা। তোমার ছায়া দেখতেও আমার 

ঘৃণা লাগতো। তোমার সন্দেহ হতো ... সব ছেড়েছুড়ে দূরে কোথাও পালিয়ে 

যাবার কথা বলতে ... আমি হত্যা করার কথা ভাবতাম ... তুমি কেবল আমাকে 

দোষারোপ করতে ... আমি আমার নিয়তিকে ... আমার মন বিষাক্ত হয়ে উঠতো 

তোমার জিহ্বা সাপ হয়ে আমাকে ছোবল মারতো ... আমাদের চোখ আগুন 

হয়ে পরস্পরকে জ্বালিয়ে দিতো ... সব ছাই হতো ...

সব নরক হতো!

.

এমন একটা নরকের জন্য আমি কাঁদছি ...!

.

(মানুষ দেখতে কেমন/2010)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন