ওরা শ্রমিক
- অমল ভৌমিক
জ্বলন্ত ব্লাস্ট ফার্নেসের উত্তাপে
ওদের রক্ত ঘাম হয়ে ঝরতে থাকে ।
গরম লোহায় হাম্বরের আঘাতে আঘাতে
ওরা তুলতে থাকে সুরের ঝংকার।
উৎপাদনের নেশায় মাতাল হয়ে ওঠে,
ক্লান্তি আর অবসাদে অবসন্ন হয় শরীর।
লক্ষ্য পূরণ হলে মেলে অবসর,
ওরা শ্রমিক-- ওরা সৃষ্টির কারিগর।
সেতু থেকে রাজপথ, সোনালি চতুর্ভুজ
কিংবা সড়ক যোজনা -পেয়েছে রূপ ,
ওদের প্রাণহানি অথবা রক্ত ঝরা কঠোর পরিশ্রমে।
ওরা বড়ই একা, ওরা দিশাহারা
অজানা ভয়ে ক্ষুধার্ত পেটে রাজপথে হাঁটে ,
ওদের তৈরী সড়কে
ওরা মরে মাথা কুটে।
আজি দুর্দিনে সেই ট্রাডিশন চলছে সমানে ।
ইতিহাস বলে-শোনো মোর কথা ,
ওদের তৈরী লাইনে ওরা পড়ে কাটা ,
ওপর তলা নীরবে রয়
পায় না হৃদয়ে ব্যাথা।
Tags
অমল ভৌমিক