উপকথা ৬

 উপকথা ২

.

একবার একটা ইঁদুর একটা ডায়মন্ড গিলে ফেলেছিলো।  ইঁদুরটাকে মারার জন্য ডায়মন্ডের মালিক একজন লোক ভাড়া করলো।

সেই লোক এসে দেখতে পেলো শত শত ইঁদুর এক জায়গায় জড়ো হয়ে আছে, আর একটা ইঁদুর ভিড় থেকে একটু দূরে একা একা বসে আছে।

.

শিকারী লোকটা একা বসে থাকা ইঁদুরটাকে মেরে ফেললো। 

ডায়মন্ডের মালিক দেখলো, এটাই সেই ইঁদুর, যে কিনা ডায়মন্ডটা গিলে ফেলেছিলো।

ডায়মন্ডের মালিক বিস্মিত হয়ে শিকারী লোকটাকে জিজ্ঞেস করলো, তুমি কীভাবে বুঝলে যে, এটাই সেই ইঁদুর?

.

শিকারী বললো, খুব সহজ। আহাম্মকরা যখন ধনী হয়, তখন তারা অন্য কারো সাথে মেশে না।

.

[ভাবানুবাদ : Imtiaz Mahmud - ইমতিয়াজ মাহমুদ ]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন