নিজের সঙ্গে খুব হাসাহাসি করে ফেলেছি আমি, কেঁদেছিও— এখন লাস্যময়ীদের
অহেতুক হাসির বাষ্প আমার চোখে লাগে না— জানি,
নিজেকে কী করে একটা খোঁড়া পিঁপড়ার কাছে বসিয়ে রাখতে হয়— লাইজুদের
মুখ মনে রেখে কী করে ভুলে যেতে হয় বেনারসির 'লাল'
নিজের সঙ্গে একান্ত বৈঠক করতে গিয়ে দেখি, মৃত নদীদের বেদনা
প্রবাহ নিয়ে আমার বর্গাচাষি পিতা কতোটা নীল! সেই থেকে জল
অথবা পানি খরচের ভয়ে আমি আর কাঁদি না— সেই থেকেই
নিজের কাঁধে হাত রেখে বলে আসছি, 'বেদনার চে বড় হও,
বেদনা জীবনানন্দের মতো'
নিজের সঙ্গে খুব হাসাহাসি করে ফেলেছি আমি, এখন অভিমানের
দেওয়াল ভেঙে নিজের ভেতর নিজেই ঢুকতে পারি না!
Tags
আপন মাহমুদ