কয়েকটি হাইকু - ইমতিয়াজ মাহমুদ



কয়েকটি হাইকু

এক 

শরৎ ভুলে 

চলেছে সাদা মেঘ, 

দেখছে চিল! 

দুই 

যে ফুল অন্ধ 

সে তাকে দেখে মুগ্ধ 

চোখ দেখেনি। 

তিন 

শীতের ভোর 

দশ হাজার ঘাস 

আর কুয়াশা! 

চার 

পাতার শব্দ 

কেঁপে উঠছে দূরে 

আমার গ্রাম।

.

পাঁচ

এমন দেশ

বসন্তও ফাঁস

হয়ে যাচ্ছে!

.

ছয়

নৌকায় চড়ে 

বাড়ি ফিরছে তারা 

নদীতে ঢেউ। 

সাত

বিদ্যুৎ নাই 

এমন এক গ্রাম 

ভূতও নাই!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন