হাসান রোবায়াতের কবিতা
তোমাকে স্মরণ করি পাঁচ অক্ত নামাজে-কালামে
রোজায় রসমে আর শবে বরাতের নিধু রাতে
যেইভাবে মনে পড়ে চুলার উপরে থাকা ভাত
হঠাৎ পোড়ার ঘ্রাণে কেউ দৌড়ে যায় সাথে সাথে—
ঝরাপাতা উড়ে গেলে মলিন ও মুখ মনে পড়ে
সুরা ফাতেহার পরে যেইমতো অন্য সুরা ভাবি
মসজিদে যেতে যেতে প্রতি কদমেই মনে করি
তুমি যেন ধীরে পড়া দীর্ঘ বিশ রাকাত তারাবি—
বিষণ্ন রাতের শেষে তুমি তিন রাকাত বেতের
ঈমামের পিছে পড়া নামাজের মুখস্থ নিয়ৎ
সারাদিন রোজা রেখে রেডিয়োতে বাজানো কোরান
ইফতারে সামনে রাখা তুমি যেন মিঠা শরবত—
তুমি কি প্রথম রোজা রাখতে চাওয়া শিশুদের জিদ—!
গাছের যেমন ফুল তেমনি তুমি আমার সুহৃদ—
Tags
হাসান রোবায়েত